English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭ ১০:১৯

পাকিস্তানেও তুমুল জনপ্রিয় কোহলি! কিন্তু কীভাবে?

অনলাইন ডেস্ক
পাকিস্তানেও তুমুল জনপ্রিয় কোহলি! কিন্তু কীভাবে?

ক্রিকেট বিশ্বের ভয়ংকরতম ওপেনার তিনি। একে একে গুঁড়িয়ে দিচ্ছেন দুর্দান্ত সব রেকর্ড। ক্রিকেটপাগলদের আবাসভূমি উপমহাদেশে ক্রিকেটাররা যে সবচেয়ে জনপ্রিয় হবেন এতে কোনো সন্দেহ নেই। ভারতে নিঃসন্দেহে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু তাই বলে পাকিস্তানেও! অবিশ্বাস্য হলেও সত্য যে, ভারতের ঐতিহাসিক চিরশত্রু হিসেবে খ্যাত জঙ্গি আক্রান্ত দেশটিতেও তুমুল জনপ্রিয় ভারত অধিনায়ক! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে গত এক বছরে সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কোহলিকে।  শুধু ব্যাটিং দক্ষতায় নয়, ফিটনেস ও ফ্যাশনেও পাক ক্রিকেটাদের ছাপিয়ে গিয়েছেন ভারত অধিনায়ক। গুগল ট্রেন্ডস লিস্টে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ, মোহাম্মদ আমির, আহমেদ শেহজাদদের পিছনে ফেলেছেন কোহলি। বাস্তব জীবনে বাইশ গজে দুই দেশের লড়াই ক্রিকেটবিশ্বে সেরা 'ব্যাটল ফিল্ড' হলেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে দারুণ সম্পর্ক কোহলির। শুধু তাই নয়, পাকিস্তানে কোহলির ভক্তের সংখ্যাও প্রচুর। অতীতে এক ফ্যান কোহলির সমর্থনে ভারতীয় পতাকা উড়ানোয় জেলে গিয়েছিলেন। এছাড়া দরিদ্র শিশুদের জন্য শহীদ আফ্রিদির ফাউন্ডেশনের নিয়মিত ডোনার ভারত অধিনায়ক। সদ্য ব্যাচেলর জীবনের ইতি টেনেছেন কোহলি। গত সপ্তাহে সোমবার দীর্ঘদিনের প্রেমিকা তথা বলিউড সুপারস্টার আনুশকার শর্মার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি।  ইতালির এক প্রাচীন গ্রামে বিয়ে করেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি পাক ক্রিকেটাররাও দাম্পত্য জীবনে অভিনন্দন জানিয়েছেন। আপাতত নববধুকে নিয়ে হানিমুনে ব্যস্ত কোহলি।