English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৭ ১৫:২০

আমার কাছে ব্যালন ডি'অরের কোনো মূল্য নেই: বার্সা কোচ

অনলাইন ডেস্ক
আমার কাছে ব্যালন ডি'অরের কোনো মূল্য নেই: বার্সা কোচ

পুরস্কার নিয়ে উচ্ছাস করার মানুষের যেমন অভাব নেই, তেমনি পুরস্কারকে পাত্তা দেন না এমন মানুষের সংখ্যাও কম নয়। যেমন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভেরদে।

এবারের ব্যালন ডি'অর পুরস্কারের লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসি যেই জিতুক না কেন তাতে আগ্রহ নেই তার। তার কাছে এসব পুরস্কারের কোনো মূল্যই নাকি নেই! আজ বৃহস্পতিবার ব্যালন ডি'অর বিজয়ীর নাম ঘোষণা করবে ফুটবল বিষয়ক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ের লড়াইয়ে এবারও ফেভারিটের তালিকায় আছেন রোনালদো ও মেসি। দুজনের নামই ইতিমধ্যে বিজয়ী হিসেবে ফাঁস হয়েছে। প্রথম মেসি তারপর রোনালদোর নাম এসেছে মিডিয়ায়। আজই শেষ হবে সব জল্পনা কল্পনার। কিন্তু বার্সা কোচ এসব নিয়ে ভাবছেন না। পুরস্কার নিয়ে তার কোকনো আগ্রহও নেই। রোনালদোর আরও একটি পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ভালভেরদে বলেন, 'আমি কোনো পুরস্কারকে একেবারেই মূল্য দেই না।  গোল্ডেন শু, ব্যালন ডি'অর কোনোটাই না।  আমি জানি না কতগুলো পুরস্কার আছে। আমি এসবের কোনোটাকেই মূল্যায়ন করতে চাই না। '