English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:১৬

ব্যাটিংয়ে মাশরাফি বাহিনী

অনলাইন ডেস্ক
ব্যাটিংয়ে মাশরাফি বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি পঞ্চম আসরের শেষ পর্ব চলছে। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল খুলনা টাইটানস।

ঢাকায় চলতি দ্বিতীয় পর্বে গতকাল শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছিল রংপুর রাইডার্স। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফিদের। বর্তমানে ১০ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস।

অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৬টি জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে রংপুর রাইডার্স। দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। নাসিরের ৫ উইকেটে চিটাগং মাত্র ৬৭ রানে অল-আউট হয়ে যায়।