English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:০০

নিয়মরক্ষার ম্যাচে ১০ উইকেটের জয় সিলেট সিক্সার্সের

অনলাইন ডেস্ক
নিয়মরক্ষার ম্যাচে ১০ উইকেটের জয় সিলেট সিক্সার্সের

প্রথম ম্যাচে রানের পাহাড়ে ওঠার প্রতিশোধ নিয়ে সিলেট সিক্সার্স তাদের ১২ ওভারে অল আউট করল মাত্র ৬৭ রানে। আর ব্যাটিংয়ে নেমে ১০ উইকেটে জিতে চিটাগং ভাইকিংসের লজ্জা আরও বাড়িয়ে দিয়ে গেল। বিপিএলের চলতি পঞ্চম আসরের ৩৭তম ম্যাচে আজ রবিবার (৩ ডিসেম্বর) পয়েন্ট তালিকার তলানিতে থাকা দল দুটি দুপুর ১ টাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়। মাত্র ১১.১ ওভারেই সিলেট পেরিয়ে গেছে ৬৮ রানের লক্ষ্য।

১২ ওভার ব্যাট করে চিটাগং ভাইকিংস ৬৭ রান তোলে। যৌথভাবে বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে ২০১৩ সালে চিটাগংয়ের বিপক্ষে খুলনা ৬৭ রান করেছিল।

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগং। নাসির হোসেনের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন টপঅর্ডারের লুক রঞ্চি (৬), সৌম্য সরকার (০), লুইস রিসি (১২), স্টিয়ান ভ্যান জিল (১১) এবং তানভীর হায়দার (৫)।

এছাড়া, সিকান্দার রাজা (১), ইরফান শুক্কুর (১৫), রায়াদ এমরিট (২), সানজামুল (৯), নাইম হাসান (৩) রান করেন।

সিলেট দলপতি নাসির ৪ ওভারে ৩১ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। শরিফুল্লাহ ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট। সোহেল তানভীর কোনো উইকেট না পেলেও নাবিল সামাদ ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন আরও তিনটি উইকেট।

অন্যদিকে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেন আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ রিজওয়ান। ফ্লেচার ৩৪ বলে ৩২ রান ও মোহাম্মদ রিজওয়ান ৩৩ বলে ৩৬ রান করে সহজ জয় তুলে নেয় সিলেট।  

এই জয়ে নিজেদের ১১ ম্যাচে ৯ পয়েন্ট হলো সিলেটের। সন্ধ্যা ৬টায় খুলনা টাইটান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের জয়-পরাজয়ের উপর নির্ভর করছে তাদের প্লে-অফ ভাগ্য।