English Version
আপডেট : ২২ নভেম্বর, ২০১৭ ১৭:৪৭

এক ম্যাচে দুই রেকর্ডের মালিক সাকিব

অনলাইন ডেস্ক
এক ম্যাচে দুই রেকর্ডের মালিক সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৪তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বল হাতে দৈত্যরূপ ধারণ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।  ম্যাচটিতে একাই পাঁচ উইকেট তুলে নেন তিনি। যাতে বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড স্পর্শ করলেন তিনি। সে সাথে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং অর্জনেরও মালিক হন সাকিব। 

মঙ্গলবার (২১ নভেম্বর) মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভারে মাত্র ১৬ রান খরচায় সাকিব তুলে নেন ৫ উইকেট। চলতি বিপিএলে প্রথম ২০ ম্যাচে ৫ উইকেট নিতে পারেননি কোনো বোলার। সেখানে পরের চার ম্যাচে ৫ উইকেট নিলেন দুজন! সোমবার ঢাকার বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার হাসান আলী।

সাকিবের ১৬ রানে ৫ উইকেট বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং। ২০১২ সালে রাজশাহী কিংসের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মোহাম্মদ সামির ৬ রানে ৫ উইকেট এখনো সেরা। ২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন কেভন কুপার।

অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের বেস্ট বোলিং ফিগার ১৫ রান খরচায় ৪ উইকেট।  এছাড়া টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশিবার ৫ উইকেট-কীর্তি আছে কেবল শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার (৪ বার)। সাকিবের সমান ৩ বার করে দক্ষিণ আফ্রিকার ডেভিড ভিসে ও অস্ট্রেলিয়ার জেমস ফকনারের।