English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭ ১৬:৪৩

যোগ দিলেন গেইল-ম্যাককালাম, কেমন হবে রংপুরের একাদশ?

অনলাইন ডেস্ক
যোগ দিলেন গেইল-ম্যাককালাম, কেমন হবে রংপুরের একাদশ?

রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠ মাতাতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেগেছেন ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কক  ব্রেন্ডন ম্যাককালাম। গতকাল বুধবার রংপুরের সাথে অনুশীলন করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ এই ব্যাটসম্যান।

আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটে ঢাকায় পা রেখেছেন গেইল। আগামী শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে মাশরাফীর রংপুর।  আর এ ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান এই দুজন। 

এ দুই ব্যাটসম্যানের তোপে খড়কুটোর মতো ভেসে গেছে অনেক দলই। এবার দুই দানবীয় ব্যাটসম্যানের ব্যাটে চড়েই ঘুরে দাঁড়াতে চায় রংপুর রাইডার্স। গতকাল বুধবার এমনটাই জানালেন দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।

সিলেট পর্বে রংপুর নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে সহজ জয়ের পর হেরে যায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে। ঢাকা পর্বে এসে হারে রাজশাহীর কাছে। তাই তিন ম্যাচে দুটিতে হেরে কিছুটা ব্যাকফুটে আছে রংপুর। 

তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান দলটির অধিনায়ক মাশরাফী, ‘আমাদের জন্য খুব কঠিন। আমরা পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই। হতাশাজনক। আবার টিমটা রিগ্রুপ করার সুযোগ ছিল। এটা হয়েছে। এটা করতে পেরে সামনের ম্যাচে নামতে পারলে...আমরা ইতিবাচক ফলাফল আশা করছি।’

 

 

পরবর্তী ম্যাচে রংপুরের সম্ভাব্য একাদশ: 

১) ক্রিস গেইল, ২) ব্রেন্ডন ম্যাককালাম, ৩) মোহাম্মদ মিঠুন (উইকেট রক্ষক), ৪) শাহরিয়ার নাফীস,  ৫) রবি বোপারা,  ৬) কুশল পেরেরা ৭) মাশরাফী বিন মোর্তুজা (অধিনায়ক),  ৮) জিয়াউর রহমান, ৯) আবদুর রাজ্জাক, ১০) লাসিথ মালিঙ্গা ও ১১) নাজমুল ইসলাম।