English Version
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭ ১৫:১৫

বিপিএল: আজ মুখোমুখি হবে যারা

অনলাইন ডেস্ক
বিপিএল: আজ মুখোমুখি হবে যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চার ছক্কার লড়াই শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত (৪ নভেম্বর) ঢাকা ডাইনামাটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় বিপিএলের পঞ্চম আসর। ১ দিন বিরতি থেকে গত (৮ নভেম্বর) বিপিএলের সিলেট পর্ব শেষ হয়।

বিপিএলের পঞ্চম আসর এবার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইতি মধ্যে সিলেট পর্ব শেষ হয়। আজ ১১ নভেম্বর দুপর ১.৩০ রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার বিপিএলের ৯ নম্বার ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা পর্ব।

অপরদিকে সন্ধ্যা ৬টায় নাসির হোসেনের সিলেট সিক্সার্স খেলবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। মিরপুর শেরে-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুটি ম্যাচই। এরপর ২১ নভেম্বর ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শেষ হবে ঢাকা পর্ব।

বিপিএলের ২৬ নম্বার ম্যাচ দিয়ে ২৭ নভেম্বর শুরু হবে চট্টগ্রাম পর্ব। বিপিএলের ৩৫ নম্বার ম্যাচ দিয়ে ২ ডিসেম্বর আবার শুরু হবে ঢাকা পর্ব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র পঞ্চম আসরে ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচ: রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস। সরাসরি, দুপুর ১টা ৩০ মিনিট- মিরপুর।

দ্বিতীয় ম্যাচ: ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স, সরাসরি, সন্ধ্যা ৬টা।