English Version
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭ ০০:১৮

স্ত্রীর সামনে ধোনির নাচে নেট দুনিয়ায় তোলপাড় !(ভিডিও)

অনলাইন ডেস্ক
স্ত্রীর সামনে ধোনির নাচে নেট দুনিয়ায় তোলপাড় !(ভিডিও)

মাহেন্দ্র সিং ধোনিকে নিয়েই ইদানীং ভারতীয় ক্রিকেটে সমালোচনা কম হচ্ছে না। কেউ কেউ তাকে অবসর নেওয়ার কথা বলছেন, কেউ আবার আরও ৩ বছর খেলার পরামর্শ দিয়েছেন।

আর এরই মধ্যে স্ত্রীর সামনে নেচে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করেছেন ধোনি। ক্যাপ্টেন কুল যে কুল রয়েছেন সেটাই বুঝালেন। আর অধিনায়ক জীবনে ২২ গজে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত ধোনি ব্যক্তিগত জীবনেও ঠান্ডা মাথার। তারই প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে।

ধোনির বন্ধু স্বপ্না ভাবনানির ইনস্টাগ্রামে প্রথম দেখা যায় ভিডিওটি। অভিনেতা ও বন্ধু জন অ্যাব্রাহামের ভ্যানিটি ভ্যানে স্ত্রী সাক্ষীর সঙ্গে রয়েছেন মাহি। আর স্ত্রী ও বন্ধুদের আবদারে, বলিউডি গানে রীতিমতো কোমর দুলিয়ে দেখালেন তিনি।  

জনের ‘দেবি বয়েজ’ ছবির একটি গানে নাচতে দেখা যায় ভিডিওতে। রীতিমতো ‘স্টেপ মেপে’ নাচলেন ধোনি।

আর স্বামীর নাচ দেখে হাসতে থাকা সাক্ষীকেও কেউ থামাতে পেরেছিলেন কিনা...ভিডিওতে অন্তত দেখা যায়নি।