English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৭ ০৪:৫৯

আফ্রিদি এখন ঢাকায়

অনলাইন ডেস্ক
আফ্রিদি এখন ঢাকায়

সিলেটে প্রথম পর্ব শেষে আগামী ১১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ কাঁপাতে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিপিএলের চলতি আসরে ঢাকার হয়ে এরই মধ্যে মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয় তারকা পোলার্ড, সুনীল নারিন, এরভিন লুইস, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার ডেলপোর্ট। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শেষে দলের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ আমির। এদিকে ঢাকার হয়ে খেলার কথা ছিলো ওয়াটসনেরও। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এবারের আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার এই তারকা।

এদিকে চলতি আসরের প্রথম ম্যাচে সিলেটের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ঢাকা।