English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৭ ০৪:৪৬

ম্যাশের ভিডিও বার্তা : ভক্তদের বাড়াবাড়ি না করার অনুরোধ

অনলাইন ডেস্ক
ম্যাশের ভিডিও বার্তা : ভক্তদের বাড়াবাড়ি না করার অনুরোধ

বুধবার বিপিএলের সপ্তম ম্যাচ চলাকালীন সময়ে মাশরাফি ও শুভাশিষের মধ্যে যে বাকবিতণ্ডা হয়েছিল তার জন্য উল্টো মাশরাফিই ক্ষমা চেয়েছেন। খেলা শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এরপরও বুধবার রাত সাড়ে ৯টার কিছু পর মাশরাফি তার ফেসবুক পেজে লাইভে এসে ভক্তদের উদ্দেশে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়েছেন। ৪ মিনিট ১ সেকেণ্ডের ভিডিওতে মাশরাফি বলেন, মাঠে খেলোয়াড়দের মধ্যে অনেক কিছুই ঘটে যা আমরা মাঠের বাইরে এসে ভুলে যাই। আজ যে ঘটনা ঘটেছে তার শুরুটা যেহেতু আমার মাধ্যমেই হয়েছিল তার জন্য আমি দুঃক্ষিত। আমি ওভাবে রিঅ্যাকশন না দেখালে হয়তো সে ফিরে যেতো। তারপরও আমি বলবো। শুভাশিষ, সেও জাতীয় দলে দেশের জন্য খেলে। আর শুভাশিষ অবশ্যই আমার টিমমেট। আপনাাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আপনারা বিষয়টা আর বাড়তে দেবেন না। তাহলে হয়তো শুভাশিষ বা আমার কারো জন্যই সেটা ভালো হবে না। 

সবশেষে মাশরাফি শুভাশিষের ব্রিলিয়ান্ট বোলিংয়ের জন্য অভিনন্দন জানান। সদ্যবিবাহিত তাসকিনকেও অভিনন্দন জানাতে ভুলেননি ম্যাশ।