English Version
আপডেট : ৭ নভেম্বর, ২০১৭ ২৩:৪০

বিপিএল মাতাতে আসছেন আফ্রিদি

অনলাইন ডেস্ক
বিপিএল মাতাতে আসছেন আফ্রিদি

বিপিএলে এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি। জানা গেছে, আগামীকাল ঢাকায় পৌঁছাবেন বুমবুমখ্যাত আফ্রিদি।

ঢাকা ডায়নামাইটসের সিলেট পর্ব শেষ। সিলেটে দুটি ম্যাচ খেলে তারা একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। আগামী ১১ নভেম্বর শুরু হবে ঢাকা পর্ব। ওইদিন সন্ধ্যায় সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। ওই ম্যাচেই খেলতে দেখা যেতে পারে আফ্রিদিকে।

ঢাকা ডায়নামাইটসে এবার অনেক বিদেশি তারকা রয়েছেন। দলটির দুই বিদেশি তারকা এভিন লিউইস ও ক্যামেরন দেলপোর্ট ইতোমধ্যে বিপিএল জমিয়ে তুলেছেন। এই দলে আরও খেলছেন কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড ও সুনিল নারিনদের মতো তারকারা।