English Version
আপডেট : ৪ নভেম্বর, ২০১৭ ১৪:১৭

নিজেদের সেরাটাই দেবে রংপুর রাইডার্স: মাশরাফি

অনলাইন ডেস্ক
নিজেদের সেরাটাই দেবে রংপুর রাইডার্স: মাশরাফি

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর। অপেক্ষা শুধু শেষ হুইসেলের, তারপরই শুরু হবে সাতটি দলের মহাযুদ্ধ।

টি-টোয়েন্টির অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্টের এবারের আয়োজন শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে। উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস। আর সন্ধ্যা ৭টায় মাঠে নামবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। বিপিএলের পঞ্চম আসরের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লস কিংবা লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটার রয়েছে দলটিতে। দলের প্রথম লক্ষ্য শেষ চারে জায়গা করে নেওয়া। এজন্য প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিচ্ছেন দলের অধিনায়ক ও সর্বাধিক বিপিএল শিরোপা জয়ী দলপতি মাশরাফি বিন মর্তুজা। জানালেন, নিজেদের সেরাটাই বিলিয়ে দেবে রংপুর রাইডার্স।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রংপুর রাইডার্সের অধিনায়ক জানান, আমাদের টিম কম্বিনেশন বেশ ভালো। তবে ভালো কিছু পেতে দলের সবাইকে সেরাটা দিয়ে খেলতে হবে। ‘ম্যাচ বাই ম্যাচ’ আমাদের ভালো করতে হবে। তবেই ভালো কিছু করতে পারবো।

সিলেটের মাঠ নিয়ে সন্তোষ প্রকাশ করে মাশরাফি বলেন, আগের চেয়ে এই মাঠে অনেক পরিবর্তন এসেছে। মাঠটি অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ের একটি মাঠ।

এছাড়া বাংলাদেশে বাউন্স উইকেট সম্পর্কে মাশরাফি জানান, আমাদের দেশে আবহাওয়ার কারণে বাউন্সি উইকেট সম্ভব না। তারপরও শীতকালে মাঠে একটু ময়েশচার থাকে। রুলিং পানি ঠিক মতো হলে একটু বাউন্স উইকেট পাওয়া যেতে পারে।