English Version
আপডেট : ১ নভেম্বর, ২০১৭ ১৩:১৩

যে কারণে তাসকিনের হঠাৎ বিয়ে

অনলাইন ডেস্ক
যে কারণে তাসকিনের হঠাৎ বিয়ে

খবরটা শুনে সবাই যেন হতবাক হয়ে পড়েন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালেই দেশের মাটিতে পা রাাখলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। আর রাতেই সেরে ফেললেন বিয়ে। এ যেন রোদ্রজ্জ্বল আকাশে বজ্রপাত! আসলে বিয়ের আয়োজনটা শুরু হয়েছিল বেশ আগেই। কন্যাও একেবারে নতুন দেখা নয়। সাত বছরের সম্পর্ক। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা। তবে মিডিয়ার চোখ সুকৌশলে এড়িয়ে গেছেন দুজনই।

বেশ কিছুদিন ধরেই আয়োজন চলছিল। অপেক্ষা ছিল শুধু দক্ষিণ আফ্রিকা থেকে তাসকিন আহমেদের দেশে ফেরার। মঙ্গলবার সকালে দলের সঙ্গে দেশে ফিরেছেন তিনি। আর রাতেই বসেন বিয়ের পিঁড়িতে। শুরু করলেন জীবনের দ্বিতীয় ইনিংস।

কিন্তু কেন এত তাড়াহুড়ো? তার জবাব দিয়েছেন তাসকিনের ঘনিষ্ঠজনেরাই। তারা জানান, আর মাত্র দুইদিন পর মাঠে গড়াচ্ছে বিপিএল। ঘরোয়া টি-টোয়েন্টির এ জমজমাট আসরের জন্য নিজেকে শানিয়ে নিতে দলের অনুশীলনে যোগ দিতে হবে। তাই দেশে ফেরার দিনটিকেই বিয়ের দিন হিসেবে বেছে নেন তাসকিনের পরিবার।

তাসকিনের স্ত্রীর নাম সৈয়দা রাবেয়া নাঈমা। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছরে ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাদের দু’জনের বাসাই মোহাম্মদপুরে। গেলো বছর তাদের বাগদান হয়।

পুত্র-পুত্রবধূর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাসকিনের বাবা এমএ রশিদ। তিনি জানান, ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এতে শুধু কাছের মানুষরা উপস্থিত ছিলেন। সময় সুযোগ বুঝে পরে বড় পরিসরে আয়োজন হবে।

তাসকিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০১৪ সালে। অভিষেক ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে জানান দেন থাকতেই এসেছেন তিনি, যেতে নয়। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে ফিরছেন ২২ বছর বয়সী এ পেসার। দেশের হয়ে এখন পর্যন্ত তিনি ৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন।

এদিকে বোলিংয়ের আগুন ঝরানো আর সুদর্শন হওয়ায় তাসকিনের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। এরমধ্যে বৃহৎ অংশই নারী ভক্ত যাদের মধ্যে অনেকেই তাসকিনকে বিয়ের স্বপ্ন দেখেন বা দেখেছিলেন। এমনকি ফেসবুকে, স্টেডিয়ামের গ্যালারিতে, বাংলাদেশ দল ফেরার সময় বিমানবন্দরে অনেক নারীকে প্লাকার্ড উচু করে তাসকিনকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেছে। তাতে তারা বিভিন্ন ভাষায় তাদের প্রেমের প্রস্তাব দিয়েছেন। এবার বোধহয় সেই মনগুলো ভেঙে চুরমার হয়ে গেল!