English Version
আপডেট : ১ নভেম্বর, ২০১৭ ০৭:১৬

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ক্রিকেটার তাসকিন

অনলাইন ডেস্ক
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ক্রিকেটার তাসকিন

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে রায়েবা নাঈমা’র সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগেই ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল অনুষ্ঠিত হয়। তবে বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাসকিন আহমেদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছেন তাসকিন। ঢাকার পা রাখার ১২ ঘন্টা যেতে না যেতেই শুভ কাজটা সেরে ফেললেন এই গতিতারকা।

তাসকিনের স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছরে ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।