English Version
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৭ ১৬:৪৪

জমকালো আয়োজনে রংপুর রাইডার্সের স্বপ্নের কথা

অনলাইন ডেস্ক
জমকালো আয়োজনে রংপুর রাইডার্সের স্বপ্নের কথা

ক্রীড়া প্রতিবেদক : স্ক্রিনে চলছিল দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে অডিও ভিজ্যুয়াল। শেষের দিকে যখন একে একে তিন ক্রিকেটারের ছবি স্ক্রিনে ভেসে উঠল, তখন অনুষ্ঠানস্থলে রীতিমতো হুল্লোড় উঠল।

ওঠারই কথা, ওই তিন ক্রিকেটার যে টি-টোয়েন্টির সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটারদের অন্যতম। নামগুলো শুনে নিন—ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও লাসিথ মালিঙ্গা। এঁদের মধ্যে  প্রথম দুজন তো রংপুর রাইডার্সের থিম সংয়ের সঙ্গে সবচেয়ে মানানসই দুটি নামও। শূন্য ব্যান্ডের গাওয়া থিম সংয়ের দুটো লাইন যে এ রকম, ‘রংপুর রাইডার্স মানে চার-ছক্কার ঝড়। ’ সেই ঝড় তোলার জন্য গেইল-ম্যাককালামরা এসে পৌঁছাননি এখনো। তাঁরা আসবেন আগামী ৪ নভেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক পরে। গেইল অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে ছুটি কাটিয়ে তবেই ঝড় তুলতে আসবেন বিপিএলে, ম্যাককালাম নভেম্বরের মাঝামাঝি। অবশ্য ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অডিও ভিজ্যুয়ালের একেবারে শেষে যে ছবিটি স্ক্রিনে ভেসে উঠল, সেটি দেখেই হুল্লোড়টা উঠল সবচেয়ে বেশি, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁর নেতৃত্বে ইতিমধ্যে পুরোদমে প্রস্তুতি শুরু করে দেওয়া রংপুর রাইডার্সের জমকালো জার্সি উন্মোচন ও খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠানই হয়ে গেল।

যেখানে হেড কোচ টম মুডি ও অধিনায়কের হাতে দলের জার্সি তুলে দেন রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং এ ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের ছেলে ওয়ালিদ সোবহান। মাত্রই কয়েক দিন আগে ঢাকায় আসা টম মুডি এই দলটির মাঝে যে পেশাদারি দেখেছেন, সেটিরই ইতিবাচক প্রতিফলন মাঠে দেখতে চাইলেন, ‘এই দলটির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। অত্যন্ত পেশাদারি ও সুসংগঠিত কার্যক্রম দেখছি দলটির। আশা করছি আগামী কয়েক সপ্তাহে আকর্ষণীয় ক্রিকেট খেলে সাফল্য এবং অনেক সুখের মুহূর্ত এনে দিতে পারব আমরা। ’ ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহানকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করা অধিনায়ক মাশরাফির কণ্ঠেও শোনা গেল একই আশার কথা, ‘অনুশীলন সুবিধা থেকে শুরু করে সব কিছু দারুণ। আশা করি আমরা শুরুও ভালো করব এবং শেষও। ’ অনুষ্ঠানে রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিনও আসন্ন বিপিএলে এ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত সাফল্যের লক্ষ্যের কথা বলেন। অনুষ্ঠানে জার্সি উন্মোচনের পাশাপাশি ‘রংপুর রাইডার্স ক্রিকেট স্টার’ নামে একটি অ্যান্ড্রয়েড গেমও উপস্থাপন করা হয়। কোনো বিপিএল ফ্র্যাঞ্চাইজির এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এই প্রথম।