English Version
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৭ ১০:০০

বিপিএলে টিকিট মূল্য নির্ধারণ করেছে বিসিবি

অনলাইন ডেস্ক
বিপিএলে টিকিট মূল্য নির্ধারণ করেছে বিসিবি

নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। এ আসরের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক (ইউসিবি), অনলাইন এবং টিকিট বিক্রয় কেন্দ্র- এ তিন জায়গা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

সিলেটে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থাপন করা হবে টিকিট বিক্রয় কেন্দ্র। ৩১ তারিখ হতে সিলেটের টিকিট বিক্রয় কেন্দ্রতে টিকিট বিক্রি শুরু হবে। ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং ফটক ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে স্থাপন করা হবে টিকিট বিক্রয় কেন্দ্র।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনে ও এমএম আজিজ স্টেডিয়ামের নিকটে টিকিট বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। ঢাকা ও চট্টগ্রামে টিকিট বিক্রয় শুরু হওয়ার তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ম্যাচের দিন বাদে সকাল দশটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ বুথগুলোতে পাওয়া যাবে টিকিট। ম্যাচের দিন টিকিট পাওয়া না পাওয়ার বিষয়টি নির্ভর করবে টিকিটের লভ্যতার উপর।

অনলাইনে সহজ ডট কম, সূর্যমুখী ডট কম ডট বিডি ও গ্যাজেট বাংলা ডট কম- এ তিনটি প্রতিষ্ঠান টিকিট বিক্রি করবে।