English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৭ ০০:২১

বাংলাদেশের লক্ষ্য ১৯৬

অনলাইন ডেস্ক
বাংলাদেশের লক্ষ্য ১৯৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডে দুই ফরমেটের সবগুলো ম্যাচেই হেরেছে টিম-টাইগাররা।

তবে টি-২০ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। তবে জেপি ডুমিনি পেস অ্যাটাকই সবার আগে কামনা করেছিল মনে হয়। যার ফলে হয়তো টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান পেস অ্যাটাক নয়, ইনিংসের শুরুটা করলেন স্পিন অ্যাটাক দিয়ে। নিজে সবার আগে বল তুলে নিলেন।

পরের ওভারে বল তুলে দিলেন স্পিনার মিরাজের হাতে। প্রথম ওভারেই সফল মিরাজ। ফিরিয়ে দিলেন বিধ্বংসী ব্যাটসম্যান হাশিম আমলাকে। তবে ভয়ংকর হয়ে উঠেছে এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি কক। বাংলাদেশি বোলাদের উপর চরাও হয়ে একের পর এক বল পাঠাচ্ছে বাউন্ডারির বাহিরে। শুরুতে আমলাকে হারালেও দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছে প্রোটিয়ারা।

প্রথম ওভারেই অবশ্য ১০ রান দিয়েছিলেন সাকিব আল হাসান। পরের ওভারেও তিনি স্পিন অ্যাটাক রাখলেন। এই ওভারের প্রথম ৫ বলে দিলেন ৮ রান। শেষ বলে এসে বোল্ড হয়ে গেলেন আমলা। মিরাজের নিচু হয়ে আসা বলটি বুঝতেই পারলেন না। বোল্ড হয়ে গেলেন প্রোটিয়া ওপেনার। ৪ বল খেলে ৩ রান করেন হাশিম আমলা।

১৫ তম ওভারে দক্ষিণ আফ্রিকার রানের চাকা থামিয়ে দেন রুবেল হোসেন। দারুণ বোলিংয়ের শেষ বলে উইকেটের স্বাদ পান রুবেল। ফুলার লেন্থ বলে ডি কককে এলবিডব্লিউ করেন রুবেল।

এর আগে সাকিবের বলে এগিয়ে এসে মারলেন অধিনায়ক জেপি ডুমিনি। প্রথমে দৌড়ে পরে বলের লাইনে লাফ দেন লং অনে ফিল্ডিং করা ইমরুল। প্রথমে বল ফসকে গেলেও ড্রাইভ দিয়ে বল তালুবন্দি করেন ইমরুল। ১০ বলে ১৩ রানে সাজঘরে ফিরেন বাঁহাতি ব্যাটসম্যান।

তবে ২৬ বলে ৪৯ রান করে বাংলাদেশকে চাপে ফেলেছিলেন ডি ভিলিয়ার্স। পরের বলেই সাজঘরে প্রোটিয়া ব্যাটসম্যান। দশম ওভারের শেষ বলে বাংলাদেশকে আবারো স্বস্তি এনে দেন মেহেদী হাসান মিরাজ।

ডানহাতি এ স্পিনারের বল লং অন দিয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন বিস্ফোরক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। বাংলাদেশের বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ঢাকায় ২০১৫ সালে ৪ উইকেটে ১৬৯ রান করে প্রোটিয়ারা

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১৯৫/৪ (২০ ওভার)।

র্টাগেটঃ ১৯৬

ব্যাটিং: ডেভিড মিলার (২৫*), ফারহান বেহারদিয়েন(৩৬*)।

আউটঃ হাশিম আমলা (৩), এবি ডি ভিলিয়ার্স(৪৯), কুইন্টন ডি কক (৫৯), জেপি ডুমিনি(১০)।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, আন্দ্রে ফিকোযাও, রবি ফ্রাইলিঙ্ক, অ্যারন ফাঙ্গিসো, বেরুনা হেনড্রিকস।