English Version
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৭ ২৩:৪৩

রুবেলের ফাঁদে কুইন্টন ডি কক

অনলাইন ডেস্ক
রুবেলের ফাঁদে কুইন্টন ডি কক

গোটা সফরজুড়ে প্রায় প্রতিটি ম্যাচে একপ্রান্ত আগলে দীর্ঘসময় ব্যাট করে গেছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। আজ প্রথম টি-টোয়েন্টিতেও তার ব্যতিক্রম হয়নি।

ইনিংস শুরু করতে নেমে আউট হয়েছেন ১৫তম ওভারের শেষ বলে। শিকারীর নাম রুবেল হোসেন। এই গতি তারকার বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ডি কক ৪৪ বলে ৫ চার এবং ১ ছক্কায় ৫৯ রান করেন। রুবেলের লম্বা আবেদনের অনেক্ষণ পর আঙুল তোলেন আম্পায়ার। এই রিপোর্ট লেখা প্রর্যন্ত স্বাগতিকদের রান ১৮ ওভারে ৪ উইকেটে ১৭১।

ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৮ রানেই স্বাগতিকদের প্রথম উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এই তরুণ অল-রাউন্ডারের বলে সরাসরি বোল্ড হয়ে যান টেস্ট এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ভোগানো হাশিম আমলা (৩)।

এরপর ৭৯ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবি ডি ভিলিয়ার্স এবং কুইন্টন ডি কক।

২৭ বলে ৮ বাউন্ডারিতে ৪৯ রান করা বিধ্বংসী ভিলিয়ার্সকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মেহেদি মিরাজ। মিরাজের বলে মাহমুদ উল্লাহর তালুবন্দী হন তিনি। প্রোটিয়া দূর্গে তৃতীয় আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অল-রাউন্ডারের ঘূর্ণিতে ১৩ রান করে ফিরলেন প্রোটিয়া অধিনায়ক জেপি ডুমিনি। সহজ ক্যাচ কঠিন করে দ্বিতীয় বারের চেষ্টায় তালুবন্দী করলেন ইমরুল কায়েস।  

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদ উল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ।