English Version
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৭ ১৭:১৬

টি-টোয়েন্টিতে সাকিবের দ্বিতীয় অধ্যায়

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টিতে সাকিবের দ্বিতীয় অধ্যায়

আগামী ২৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা। এই ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন সাকিব আল হাসান। এর আগে ২০০৯ সালের আগস্ট থেকে ২০১০ সালের মে পর্যন্ত বাংলাদেশ টি-২০ দলের অধিনায়কত্ব করেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

চলতি বছরের এপ্রিলে শ্রীলংকা সফরের পরই বাংলাদেশ টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেন মাশরাফি বিন মর্তুজা। ফলে দ্বিতীয়বারের মত টি-২০ দলের অধিনায়কত্ব পান সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় অধ্যায়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম অধিনায়কত্ব করতে মাঠে নামবেন সাকিব। প্রোটিয়া সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হলেও দুই ম্যাচের টি-২০ সিরিজে সাকিবের উপর আস্থা রাখছেন মাশরাফি বিন মর্তুজা।

ওয়ানডে সিরিজ শেষে গণমাধ্যমে মাশরাফি বলেন, আমার মনে হয় টি-২০ ফরম্যাটে সেরা ব্যক্তি বাংলাদেশের দায়িত্বে আছে। টেস্ট ও ওয়ানডেতে যা হয়েছে তা ভুলে নতুন সিরিজে ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে আমরা ভালো করবো। এই ফরম্যাটে সাকিবের দৃঢ়তার পরীক্ষার কিছু নেই। সে সব জায়গাতেই চ্যাম্পিয়ন ছিলো। অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে সে আমাদের সেরা খেলোয়াড়।

অধিনায়ক হিসেবে টি-২০ ফরম্যাটে নিজের প্রথম অধ্যায়ে চারটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব। তবে হারের স্বাদ নিয়েছে সবগুলো ম্যাচেই। ২০০৯ সালের ২ আগস্ট প্রথম টি-২০ ফরম্যাটে অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। ঐ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি ৫ উইকেটে হেরেছিলো টিম টাইগাররা। এরপর নিউজিল্যান্ড সফরে একমাত্র টি২০ ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা। ২০১০ টি-২০ বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে অংশ নেয় বাংলাদেশ। পাকিস্তানের কাছে ২১ রানে এবং অস্ট্রেলিয়ার কাছে ২৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। বিশ্বকাপ শেষেই টি২০ ফরম্যাটে সাকিবের জায়গায় বাংলাদেশ দলের নেতৃত্ব পান মুশফিকুর রহিম।

টি-২০ ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ১০ জয় ও ১৭ ম্যাচে হারের স্বাদ দেন তিনি।

টি-২০ ক্রিকেটে বাংলাদেশের অধিনায়কদের পরিসংখ্যান :

মাশরাফি বিন মর্তুজা ম্যাচ : (২৮), জয় (১০), হার (১৭) টাই (০), পরিত্যক্ত (১), শতকরা (৩৭.০৩)

মুশফিকুর রহিম : ম্যাচ (২৩), জয় (৮), হার (১৪), টাই (০), পরিত্যক্ত (১), শতকরা (৩৬.৩৬)

মোহাম্মদ আশরাফুল : ম্যাচ (১১), জয় (২), হার (৯), টাই (০), পরিত্যক্ত (০), শতকরা (১৮.১৮)

সাকিব আল হাসান : ম্যাচ (৪), জয় (০), হার (৪), টাই (০), পরিত্যক্ত (০), শতকরা (০.০০)

শাহরিয়ার নাফীস : ম্যাচ (১), জয় (১), হার (০), টাই (০), পরিত্যক্ত (০), শতকরা (১০০.০০)