English Version
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৭ ১১:২৭

কোচের সঙ্গে নেইমারের ঝামেলা!

অনলাইন ডেস্ক
কোচের সঙ্গে নেইমারের ঝামেলা!

ফ্রেঞ্চ লিগ ওয়ানে গুরুত্বপূর্ণ ম্যাচে কাল রাতে অলিম্পিক মার্শেইর মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ওই ম্যাচের জন্যই ছাত্রদের অনুশীলন করাচ্ছিলেন পিএসজি কোচ উনাই এমেরি। তখন কয়েকজন রিজার্ভ খেলোয়াড়কে নিয়ে আলাদাভাবে অনুশীলন শুরু করে দেন নেইমার জুনিয়র। কিন্তু কোচ বিষয়টিকে ভালোভাবে নেননি। এক পর্যায়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে অনুশীলন না চালানোর জন্য বলেন এমেরি। তাতে ক্ষিপ্ত হয়ে বলে সজোরে লাথি কষেন নেইমার। এমন কাণ্ডের পর কোচের সামনেই বিরক্তি প্রকাশ করেন তিনি। এরপর ড্রেসিং রুমে ফিরেও সতীর্থদের সঙ্গে ঠিকমতো কথা বলেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

বার্সেলোনা থেকে সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে ব্রাজিলিয়ান পোস্টারবয়কে চলতি মৌসুমের শুরুতেই দলে ভিড়িয়েছে পিএসজি। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফেঞ্চ জায়ান্টদের এরই মধ্যে ‘অজেয়’ দলে পরিণত করেছেন নেইমার। কিন্তু নতুন ক্লাবে বিতর্ক ভালোভাবেই তার পিছু নিয়েছে।

ক’দিন আগে ফ্রি-কিক ও পেনাল্টি শট নিয়ে সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে বিবাদে জড়ান নেইমার। যার জল গড়ায় মাঠের বাইরেও। উরুগুয়েন ফরোয়ার্ডকে বিক্রি করে দিতে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফিকে অনুরোধও করেন তিনি। পরে সব কিছু ঠিকঠাক হলে আবারো দুই তারকার মধ্যে মিল খুঁজে পায় ফুটবলবিশ্ব। কিন্তু সেই বিবাদের রেশ পুরোপুরি না কাটতেই এবার কোচের সঙ্গে ঝামেলা পাকালেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। দাপুটে পারফরম্যান্স তো বটেই, কারো কারো মনে হতে পারে পিএসজি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ঝামেলাও কিনে এনেছে!