English Version
আপডেট : ১২ অক্টোবর, ২০১৭ ১০:৫৮

এবার এগিয়ে যাবার পালা

অনলাইন ডেস্ক
এবার এগিয়ে যাবার পালা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সেসব ভুল শুধরে এবার এগিয়ে যাওয়ার পালা। সাদা পোশাকের হতাশা শেষ করে এবার রঙিন পোশাকের ক্রিকেটে রাঙাতে চায় টাইগাররা। তারই জোর প্রস্তুতি চলছে মাশরাফি বাহিনীর।

আজ ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেনের মধ্যকার ওয়ানডে প্রস্তুতি ম্যাচ। ব্লোয়েমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুটায়। ওয়ানডে সিরিজের আগে এ ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ, যওি এটা প্রস্তুতি ম্যাচ।

টেস্ট ক্রিকেট খেলেন না মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তামিম ইকবাল প্রথম টেস্টে তামিম ইকবাল খেললেও দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি। ওয়ানডে সিরিজের আগে তিনজনই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। যদিও ওয়ানডে সিরিজে তামিমকে নিয়ে সংশয় রয়েছে। অবশ্য গতকাল তিনি নেটে ব্যাটিং প্রাকটিস করেছেন। তবে ব্যাট করার সময় ব্যথা ব্যথা মনে হয়েছে বলে জানিয়েছেন তামিম। তারমানে আজকের প্রস্তুতি ম্যাচে তামিমের থাকার কোনো সম্ভাবনা নেই।

টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়ের পর নড়েচড়ে বসেছে টিম ম্যানেজমেন্ট। গতকাল অনুশীলনের বদলে দলের খেলোয়াড়দের সঙ্গে মিটিং করেছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি। আমি মনে করি, সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে। দুই সিনিয়র ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেয়াতে দলের শক্তি বেড়ে গিয়েছে।

আগামী ১৫ অক্টোবর কিম্বার্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পার্লে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। ইস্ট লন্ডনে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুটায়।   

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।