English Version
আপডেট : ১১ অক্টোবর, ২০১৭ ১৫:০৪

আজ থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ হকি

অনলাইন ডেস্ক
আজ থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ হকি

দীর্ঘ ৩২ বছর পর এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। মাওলানা ভাসানী স্টেডিয়ামে বসতে যাচ্ছে এশিয়ান হকির সবচেয়ে বড় এ আসর এশিয়া কাপ হকি। টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে সবকটি দল। ঢাকায় এশিয়া কাপ হকি দ্বিতীয়বারের মতো হলেও তবে মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম।

আজ বুধবার ভারত ও জাপানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টে। এটি হবে মওলানা ভাসানীর হকি স্টেডিয়ামের এশিয়া কাপের প্রথম ম্যাচ। ৩২ বছর আগে ঢাকায় এশিয়া কাপ হয় ততকালিন সময় ভেন্যু হিসবে ছিলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তবে ঘাসের মাঠে এশিয়ান দেশগুলো খুবই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে কিন্তু সব থেকে ভারত-পাকিস্তান ফাইনাল খেলা প্রভাব ফেলেছে বাংলাদেশের হকিতে।

দীর্ঘ ৩২ বছর পর আবারও এশিয়া কাপের আসর ঢাকায় বসলেও সন্দেহ সবার মধ্যে কাজ করছে পাবে তো দর্শক সাড়া? তবে সকাল-বিকাল নিয়মিত টার্ফে ঘাম ঝরাচ্ছে স্বাগতিক সহ বাকি সাত দেশ।

নীল টার্ফের কাজ শেষ হয়েছে অনেক আগেই। সেই নীল টার্ফের বুকে আলো ছড়াচ্ছে নতুন ফ্লাডলাইট। পাশে আছে নতুন বিশাল পর্দার ডিজিটাল স্কোরবোর্ড। পরিপাটিও করা হয়েছে খেলোয়াড়দের ড্রেসিং রুম। বানানো হয়েছে টিভি সম্প্রচারের জন্য আলাদা রুম। এরই মধ্যে ফেডারেশন ভিবিন্ন কার্যালয়ের কক্ষে নতুন রঙের ছোয়াও লেগেছে। মেঝেতে লাগানো হয়েছে নতুন টাইলস। আরো সংযুক্ত হয়েছে নতুন লিফট। তবে এতো বড় একটি টুনার্মেন্টের কথা জানেনা বাংলাদেশের অনেক মানুষই।

সালাউদ্দিন নামের এক বাংক কর্মকর্তাকে জিজ্ঞাসা করেলে তিনি বিডি২৪লাইভকে বলেন, ‘এশিয়া হকি কাপের কথা শুনেছি কিন্তু কবে হবে তা জানি না।’

শরীফ নামের ঢাকা কলেজের অর্নাস পড়ুয়া এক শিক্ষার্থী জানান, ‘এতো বড় টুর্নামেন্টের টিকেট কই পাবো তা এখনো জানি না।’

আজ ২ টি খেলা বিকেল ৩টায় ভারত ও জাপান। অপর ম্যাচ স্বাগতিক বাংলাদেশ বিকাল ৫ টায় মাঠে নামবে পাকিস্তনের বিপক্ষে।