English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০১৭ ০৭:০৩

বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সময়সুচি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সময়সুচি

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও লজ্জাজনক ভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে প্রোটিয়ারা ৪ উইকেটে ৫৭৩ রানে ইনিংস ঘোষণা করে দেয়। জবাবে খেলতে নেমে টাইগার দল প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়ে যায়। আর তাতে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে তারা। আর সেখানেও টপঅর্ডার-মিডলঅর্ডারের ব্যর্থতায় ১৭২ রানে থেমে যায় তাদের ইনিংস। তবে শেষ পর্যন্ত ইনিংস ও ২৫৪ রানে জয় লাভ করে প্রোটিয়ারা।

টাইগারদের এমন লজ্জাজনক হার যে বেশ প্রভাব পড়বে ওয়ানডে সিরিজের ওপর তা ধারণাই করা যাচ্ছে। ইতোমধ্যে টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি প্রথম টেস্টে হারের পর বলেছিলেন, দ্বিতীয় টেস্টে যদি তার দেশ ভালো কিছু না করে তবে সেটার প্রভাব ওয়ানডেতেও পড়তে পারে।

যেহেতু ওয়ানডেতে মাশরাফির কাঁধে দায়িত্ব থাকছে, ফলে ভালো কিছু আশা করাই যেতে পারে।