English Version
আপডেট : ৪ অক্টোবর, ২০১৭ ১২:৩৯

১০ ওভারের ‌‘টি-টেন’ মাতাবেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক
১০ ওভারের ‌‘টি-টেন’ মাতাবেন সাকিব আল হাসান

ক্রিকেটের কতই না পরিবর্তন হলো। যে ক্রিকেট যাত্রা শুরু করেছিল টেস্ট দিয়ে। সে ক্রিকেটে এখন ১০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায়। 

টি-টোয়েন্টির পর এবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টেন নতুন ক্রিকেট লিগ। দুই দলের ২০ ওভারের ম্যাচ শেষ হবে ৯০ মিনিটে। ২১ ডিসেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে। চারদিনের টুর্নামেন্ট শেষ হবে ২৫ ডিসেম্বর।   ১০ ওভারের টুর্নামেন্টে ক্রিস গেইল, বিরেন্দর শেবাগ, এউইন মরগান, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদির মতো তারকারা খেলবেন। খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। ৭ দলের এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। 

টি-টেন ক্রিকেটের আয়োজক সালমান ইকবাল জানান, প্রত্যেকেই রাস্তায় টি-টেন ক্রিকেট খেলেছে। এবার আমরা এটা মাঠে নিয়ে আসছি। আশা করছি প্রত্যেকেই টুর্নামেন্টটি উপভোগ করবে।’   এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি, `আমাকে যখন তাঁদের পরিকল্পনা শুনলাম তখন থেকেই আমি রোমাঞ্চিত। আমি তাদেরকে আমাকে দলভুক্ত করতে অনুরোধ করি।’

ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়ক এউইন মরগান বলেছেন, ‘তাদের পুরো পরিকল্পনাটাই দারুণ। আমরা প্রত্যেকেই টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। আমরা প্রতেক্যেই অবগত টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের অন্যান্য ফরম্যাটের খেলায় কতটুকু প্রভাব ফেলছে। আমি নিশ্চিত টি-টেন ক্রিকেটের পরিকল্পনা যদি ভালো রূপ পায় তাহলে এটা বড় আকার ধারণ করবে।’