English Version
আপডেট : ৩ অক্টোবর, ২০১৭ ১৫:০৪

আরো এক নতুন ভূমিকায় সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক
আরো এক নতুন ভূমিকায় সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দূত হয়ে ছিলেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। এবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। 

গতকাল সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭’ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এ ঘোষণা দেন।

বাংলাদেশ দল বর্তমানে দক্ষিণ আফ্রিকায় থাকলেও চলতি টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন স্পিনিং অলরাউন্ডার সাকিব। এই মুহূর্তে দেশেই অবস্থান করছেন তিনি। টেস্ট থেকে বিশ্রামে থাকলেও দেশে বেশ ব্যস্ত সময় পার করছেন।

অনুষ্ঠানে সাকিব বলেন, ‘এখান থেকে আমাদের দেশের জন্য অনেক বড় কিছু করা সম্ভব। এ কারণেই আমার এখানে আসা। আমি ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। আমি আমেরিকা এবং ইংল্যান্ডে গিয়েছি। বিশেষ করে ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় অনেক প্লেয়ারকে দেখতাম পড়াশুনা করত। যখন আমি ওদের জিজ্ঞেস করেছি কি নিয়ে পড়াশুনা করছেন। তখন তারা জানিয়েছে, স্টক একচেঞ্জ নিয়ে পড়াশুনা করছি। তারা সব সময় পড়াশুনা করেই বিনিয়োগটা করে।’

সাকিবের মতে অনভিজ্ঞভাবে বিনিয়োগ না করে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বিনিয়োগ করা উচিৎ। বলেন, ‘আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, পড়াশুনা করে জেনে-বুঝে, দেখে-শুনে সবকিছু যাচাই-বাছাই করে আপনারা বিনিয়োগ করবেন। কারণ শেষ পর্যন্ত এটা আপনাদের টাকা, আপনাদের সম্পদ। আপনাদের কাছে যেন ভালো ভাবে রিটার্ন আসে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করবো এই কাজগুলো ভালোভাবে করবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’