English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৭ ১৬:৩২

প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় হার বাংলাদেশের

পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের পরাজয় অনেকটাই নিশ্চিত ছিল। তবে এতটা শোচনীয় পরাজয় কেউ প্রত্যাশা করেনি। টেস্টের শেষ দিনে ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে ম্যাচ বাঁচানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে দেড় ঘণ্টায় গুটিয়ে যায় টাইগাররা। ৩৫ রানে শেষ ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে মাত্র ৯০ রানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বনিম্ন রান। ২০০৩ সালে ঢাকায় ১০২ ছিল আগের সর্বনিম্ন।