English Version
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:২৩

শক্তিশালী হচ্ছে মুমিনুল-মাহমুদুল্লাহ জুটি

অনলাইন ডেস্ক
শক্তিশালী হচ্ছে মুমিনুল-মাহমুদুল্লাহ জুটি

তামিম ইকবালের বিদায়ের পর মুমিনুল হকের সাথে জুটি বেধেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই জুটি বাংলাদেশকে আরো এগিয়ে নিয়েছে।

ইতোমধ্যে অর্ধশত পেরিয়ে গেছে তারা। মধ্যাহ্নের আগে মুমিনুল-মাহমুদুল্লাহ জুটির সংগ্রহ দাঁড়িয়েছে ৬০ রান। আর বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১৮ রান। ৭২ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল। আর মাহমুদুল্লাহ আছে ২৬ রানে। লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তামিম ইকবালের বিদায়ের পর মুমিনুল হক ও মাহমুদুল্লাহ জুটির সুবাদে ২০০ ছাড়িয়ে গেছে টাইগাররা। ১০ বাউন্ডারিতে ৬২ রান নিয়ে লড়াই করছেন মুমিনুল হক। আর চার বাউন্ডারিতে ১৯ রান নিয়ে লড়ছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২০১ রান। এর আগে আন্দিল ফেলুকাওয়ের বলে উইকেটরক্ষক ডি ককের তালুবন্দি হন তামিম ইকবাল। ৪১ রানে সাজঘরে ফিরেন তিনি। এদিকে কোনো সুযোগ হাতছাড়া করছে না দক্ষিণ আফ্রিকা। প্রথম, টস হেরেও ব্যাটিং করার সুযোগটি খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। আর দ্বিতীয় সুযোগটি ছিল, ফিল্ডিংয়ে তামিমের অনুপস্থিতি কাজে লাগানো। সেটাও তারা সুকৌশলে নিয়ে নিয়েছে, ঝোপ বুঝে কোপ মেরেছে প্রোটিয়ারা। হুট করেই প্রথম ইনিংস ঘোষণা করায় শুরুতে ব্যাট হাতে নামতে পারেননি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৪৯ মিনিট মাঠের বাইরে থাকায় পরে মাঠে নামতে হয় তাকে।

নিয়ম অনুযায়ী, ইনিংসের শেষ যতটুক সময় ফিল্ডার মাঠের বাইরে থাকবেন, দল ব্যাটিংয়ে নামার পর ততক্ষণ ব্যাট হাতে ক্রিজে নামতে পারবেন না তিনি। আর এই সুযোগটিই কাজে লাগিয়েছেন প্রতিপক্ষেল অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। তবে বাংলাদেশ ৩ উইকেট হারানোর পর ক্রিজে নামেন তামিম। শুরুটা সাবধানে করেন তিনি। আর শেষটা করেন ছক্কা হাকিয়ে। সেটা কিসের ইঙ্গিত ছিল আজ মাঠে নামার পরই বোঝা যাবে। এখনো দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬৯ রান পিছিয়ে আছে বাংলাদেশ। এখন ফলোঅন এড়াতে একমাত্র ভরসা তামিমই।