English Version
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০৮:০৫

পুজোয় শেবাগকে ১.১৫ কোটির উপহার শচীনের

অনলাইন ডেস্ক
পুজোয় শেবাগকে ১.১৫ কোটির উপহার শচীনের

শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগ— দু’জনেই খেলার মাঠ থেকেই বন্ধু। খেলা ছেড়ে দেওয়ার পরেও দুই কিংবদন্তী ক্রিকেটারের বন্ধুত্বে চিড় ধরেনি। তারই দৃষ্টান্ত পাওয়া গেল এই পুজোয়।   বন্ধু শেবাগকে ১.১৫ কোটি রুপি মূল্যের একটি নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন শচীন টেন্ডুলকার।   টুইটারে সেই গাড়ির ছবি পোস্ট করে শচীনকে ধন্যবাদও জানিয়েছেন নজফগড়ের নবাব শেবাগ।   ভারতে বিএমডব্লিউ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর শচীন। বিজ্ঞাপনী দুনিয়ায় মাঝেমাঝেই বিএমডব্লিউ-এর প্রচারে দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। শেবাগকে তাই প্রাক-শারদীয়া উপহার দিতে কার্পণ্য করেননি শচীন।   শেবাগকে উপহার দেওয়া বিএমডব্লিউ-এর মডেল হল ৭৩০এলডি, যা কোম্পানির অন্যতম সেরা মডেল।   বন্ধু হলেও শচীনের ব্যাপারে বরাবরই শেবাগের অগাধ শ্রদ্ধা। কিছুদিন আগেই শাহরুখ খানের কাছে গল্প করেছিলেন কীভাবে একটি ম্যাচে শচীন স্রেফ ধ্বংস করে দিয়েছিলেন শোয়েব আখতারকে।