English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৫২

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্টে টসে জিতেছে বাংলাদেশ। পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে মুশফিকুর রহিমের দল।

বাংলাদেশ সর্বশেষ পচেফস্ট্রমে টেস্ট খেলেছিল প্রায় ১৫ বছর আগে, ২০০২ সালে। খালেদ মাসুদের নেতৃত্বে সেই টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল টাইগাররা। তবে বাংলাদেশের টেস্ট দল এখন অনেকটাই পরিণত। দুঃস্মৃতি পেছনে ফেলে বিরুপ কন্ডিশনে এবার নিজেদের সামর্থ্য দেখিয়ে দেয়ার চ্যালেঞ্জ মুশফিক-তামিমদের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার, এইডেন মার্করাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, আন্দেলো ফেহলুকাও, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ডুয়ান অলিভার।