English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:২৩

বাংলাদেশের প্রথম ম্যাচে আম্পায়ার থাকছেন যারা

অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রথম ম্যাচে আম্পায়ার থাকছেন যারা

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড।

টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন আরেক লঙ্কান আম্পায়ার রঞ্জন মাদুগালে।

এই ম্যাচে আম্পায়ারদের নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে। কারণ অনেকগুলো নতুন নিয়ম প্রয়োগ হবে এই ম্যাচ থেকে। তবে আম্পায়ারদের হাতে থাকছে খেলোয়াড়দের মাঠ থেকে বহিস্কারের ক্ষমতাও।