English Version
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১২:০৭

সিরিজ জিতে শীর্ষে ভারত

অনলাইন ডেস্ক
সিরিজ জিতে শীর্ষে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে রোববার রাতে ৫ উইকেটে জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ২৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে। পাশাপাশি টেস্টের সঙ্গে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে উঠল ভারত। এ ছাড়া টানা ৯ ম্যাচে জিতে রেকর্ড গড়েছে কোহলি বাহিনী।

রোববার রাতে ইন্দোরে ২৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা উদ্বোধনী জুটিতে ১৩৯ রান তুলে জয়ের ভিত গড়ে দিয়ে যান। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় ভারতের। পান্ডিয়া ৭২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করেন। ৭১ রান করেন রোহিত শর্মা। ৭০টি রান আসে আজিঙ্কা রাহানের ব্যাট থেকে। এ ছাড়া মানিষ পান্ডে ৩২ বলে অপরাজিত ৩৬ ও কোহলি ২৮ রান করেন।

বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন হার্দিক পান্ডিয়া।