English Version
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৪০

মাশরাফিকে বাদ দিয়ে তামিমকে দলে নেওয়ার কারণ জানালো কুমিল্লা

অনলাইন ডেস্ক
মাশরাফিকে বাদ দিয়ে তামিমকে দলে নেওয়ার কারণ জানালো কুমিল্লা

বাংলাদেশের ক্রিকেটের এখন সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় এবং চতুর্থ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে বিপিএল মাতিয়েছিলেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি। এমনকি তার কাঁধেই ভর করে বিপিএলের তৃতীয় আসরে শিরোপাও ঘরে তুলেছি কুমিল্লা।

কিন্তু চতুর্থ মৌসুমে এসে নিজেদের সেরাটা দিতে পারেনি দলটি। যেকারণে শেষ চারেও পৌছাতে পারেনি তারা। এটাই কি কারণ এবারের বিপিএলের পঞ্চম আসরে মাশরাফিকে কুমিল্লা থেকে ছেঁটে ফেলে আইকন ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে দলে টেনেছে তারা।

মূলত ওপেনিং অর্ডারে দলের দলের ওপেনাররা ভালো না করায় তামিমকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল এমনটিই জানিয়েছেন মিডিয়াকে,

নাফিসা জানান, “তামিম আছে তাই হিউজ মোটিভেশন কাজ করছে। উনি আমাদের দলের জন্য একটি বড় চালিকা শক্তি। এখন তামিম ফর্মের চূড়ায় আছেন। ওপেনিংয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খুবই ভালো পারফর্ম করছেন।

আমাদের ওপেনিংটা যেন শক্তিশালী হয় সেজন্যই ওনাকে নেয়া। আপনি দেখেছেন যে বিগত বছরগুলোতে আমাদের দল ওপেনিং এ ভুগেছে। তাই তামিমের কাছ থেকে বিশেষ কিছু আশা করছি।”

এদিকে কুমিল্লার ওপেনিংয়ে তামিমের সাঙ্গে আছেন বিগত দুই বছরের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। আর দেশীয়দের মধ্যে আরো আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, মেহেদি হাসান রানা, এনামুল হক জুনিয়র ও রকিবুল হাসানদের মতো ক্রিকেটাররা।

আর বিদেশিদের মধ্যে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার ছাড়াও কুমিল্লার জার্সিতে দেখা যাবে হাসান আলী (পাকিস্তান), মোহম্মেদ নবী (আফগানিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান) ও রাশিদ খানকে (আফগানিস্তান)।

এছাড়াও আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), কলিন মুনরো (নিউজিল্যান্ড), ফখর জমান (পাকিস্তান), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), ইমরান খান জুনিয়র (পাকিস্তান), ডোয়াইন ব্র্যাভোদের (ওয়েস্ট ইন্ডিজ) মতো তারকারা।