English Version
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৪৮

ইনজুরিতে আক্রান্ত তামিমের সর্বশেষ অবস্থা

অনলাইন ডেস্ক
ইনজুরিতে আক্রান্ত তামিমের সর্বশেষ অবস্থা

বেনোনিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে নিয়ে ইনজুরির ভীতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে টান খেয়ে মাত্র ৫ রান করে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন তামিম। তবে প্রথম দিনটি নিজেদেরই করে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার দুপুরে বাংলাদেশের টিম ম্যানেজার হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, আজ তামিমের স্ক্যান করানো হবে। এরপরই মূলত জানা যাবে তার ইনজুরি কতোটা গুরুতর।

গতকালই তিনি জানিয়েছিলেন যে, তামিমের ইনজুরিটা তেমন ভয়ের নয়। তারপরও সাবধানতা হিসেবে ৪৮ ঘণ্টার জন্য তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। অর্থাৎ প্রস্তুতি ম্যাচটিতে তার আর খেলা হচ্ছে না— এটা নিশ্চিত।

এবারের দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানড এএবং দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে জয় থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদশের এখনো কোন জয় নেই।