English Version
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৪৪

দ. আফ্রিকাকে চেপে ধরেছেন মুস্তাফিজরা

অনলাইন ডেস্ক
দ. আফ্রিকাকে চেপে ধরেছেন মুস্তাফিজরা

তিনদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৬৯ রান।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন। এছাড়া বাকি উইকেটটি রানআউটের মাধ্যমে তুলে নেয় বাংলাদেশ।

বেনোনিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনটি নিজেদেরই করে নিয়েছিল টাইগাররা। তিন দিনের প্রস্তুতি ম্যাচে মুমিনুল হক, অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে ভর করে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

দলের পক্ষে মুমিনুল হক ৬৮, মুশফিক ৬৩ ও সাব্বির রহমান ৫৮ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া সোম্য সরকার ৪৩ ও ইমরুল কায়েস ৩৪ রান করেন।

জবাবে ১ উইকেট হারিয়ে ২১ রানে দিনশেষ করে স্বাগতিকরা। শুক্রবার দ্বিতীয় দিনের খেলার শুরুতেই দ্রুত উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা একাদশ।