English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:২৬

নেইমারের সমালোচনায় বার্সা সভাপতি

অনলাইন ডেস্ক
নেইমারের সমালোচনায় বার্সা সভাপতি

বিরামহীন চলছে বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এবং ব্রাজিলীয় ফুটবল সুপার স্টার নেইমারের মধ্যে বাকযুদ্ধ। এটি থামার কোন লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না।    বিশ্ব রেকর্ড গড়া ফি’র বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যাবার পর কাতালান ক্লাবের প্রধান ফের নেইমারের সমালোচনা করে বলেছেন, ‘ব্রাজিলীয় এই ফুটবলারের মধ্যে সততার ঘাটতি আছে।’  নেইমারের বিনিময় মূল্য ২২২ মিলিয়ন ইউরো বার্সেলোনাকে পরিশোধ করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ফ্রান্সের লীগ ওয়ানের ক্লাবটি।    এরপর থেকেই বাক যুদ্ধ শুরু হয়ে যায় বার্তোমেউ ও নেইমারের মধ্যে। বার্সা প্রধান লা২-কে বলেন, ‘আমরা তাদের (নেইমার ও তার উপদেষ্টা) বিশ্বাস করেছিলাম। যখন একজন খেলোয়াড় ক্লাব ছেড়ে যেতে চায়, তখন তার অবশ্যই সততা থাকতে হবে। যেমনটি অ্যালেক্সিস (সানচেজ), পেড্রো (রড্রিগেজ) বা চেস্ক (ফ্যাব্রিগাস) করেছেন। আমরা কখনো একজন খেলোয়াড়কে কষ্ট দিতে চাইতাম না, সেটি সুখকর নয়।’