English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:২৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আশরাফুল

অনলাইন ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত আশরাফুল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এতে চলমান এনসিএলের ম্যাচ (ঢাকা মেট্রো-চট্টগ্রাম) অসমাপ্ত রেখেই ঢাকায় আসতে হয়েছে আশরাফুলকে।

সোমবার সকাল এগারোটায় বিমানযোগে আশরাফুলকে ঢাকায় পাঠানো হয়। মূলত উন্নত চিকিৎসার জন্যই দেশের ক্রিকেটের একসময়ের বড় বিজ্ঞাপন আশরাফুলকে তড়িঘড়ি করে ঢাকায় আনা হয়েছে।

শুক্রবার, ম্যাচের প্রথম দিন দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় দিন আর মাঠে নামেননি আশরাফুল। জ্বর নিয়ে ড্রেসিংরুমেই বাকি সময় কাটান তিনি। এরপর রোববার চট্টগ্রামের মেডিসিন স্পেশালিষ্ট সুজিত সাহার পরামর্শে রক্ত পরীক্ষা করান তিনি। পরীক্ষায় ধরা পরে তার ডেঙ্গু জ্বর।