English Version
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৫৬

বিসিবির কার্যক্রম বন্ধে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
বিসিবির কার্যক্রম বন্ধে আইনি নোটিশ

বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) বন্ধ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন।

আগামী ২ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক এবং বিশেষ সাধারণ সভা।

কদিন আগেই এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এতে আপত্তি তুলে তিনি এই আইনি নোটিশ পাঠান। বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের সাধারণ সভা ঘোষণা করার কোনো বৈধতা নেই বলে দাবি করেন মোবাশ্বের হোসেন।   

রবিবার পাঠনোর নোটিশে বলা হয়েছে, এ নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে বিসিবিকে বার্ষিক ও বিশেষ সভা আয়োজনের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে হবে। একই সঙ্গে বর্তমান বোর্ড সভাপতি এবং পরিচালনা পর্ষদকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকতেও বলা হয়েছে।  

বিসিবি ও বিসিবি সভাপতি ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং এর সচিব বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে মোবাশ্বের হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, ২০১২ সালে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত বিসিবির বর্তমান কমিটি। তাই এ কমিটির কোনো বৈধতা নেই। আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে বলেছি, বিসিবির এ কমিটি যেন কোনো এজিএম, ইজিএমসহ পরিচালনা করতে না পারে। তা না হলে রিট পিটিশন দায়ের করা হবে।