English Version
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩৩

ফের নাম্বার ওয়ান, সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক
ফের নাম্বার ওয়ান, সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। তার হাত ধরে বহু ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।  কখনো ব্যাট হাতে, আবার কখনো বোলিং ঘূর্ণিতে দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন তিনি।  তাই তো বিশ্বসেরা অলরাউন্ডারদের কাতারে প্রতিবারই উঠে আসে তার নাম।

এবারো হলো তাই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ আপডেটে নিজের অবস্থান অক্ষুণ্ন রেখেছেন সাকিব। যদিও অনেক দিন হলো টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ। তাতে কী, র‌্যাঙ্কিংয়ে নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছেন তিনি। 

অলাররউন্ডারের শীর্ষে থাকা সাকিব আল হাসানের পয়েন্ট ৩৫৩। দুইয়ে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, তিন নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবী, চারে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস। আর ২০৩ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ  নম্বরে আছেন মাহমুদ উল্লাহ রিয়াদ।