English Version
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ১০:০৮

বিপিএলে কে কোন দলে?

অনলাইন ডেস্ক
বিপিএলে কে কোন দলে?

বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে টুর্নামেন্টের দলগুলো স্কোয়াড গঠনের কাজ অনেকটাই এগিয়ে রেখেছে। দল গঠনের বাকি কাজটুকু প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে সম্পন্ন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরু হয়।

ড্রাফটের শুরুতেই মোস্তাফিজকে কিনে নেয় রাজশাহী কিংস। এরএর দুই রাউন্ডে একে একে দলগুলো দেশি খেলোয়াড়দের স্কোয়াডে ভেড়ায়।

তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ড্রাফটে প্রথম দেশি খেলোয়াড় হিসেবে আল আমিন হোসেনকে কিনে নেয়। চিটাগং ভাইকিংস দলে ভেড়ায় সানজামুল ইসলামকে।

গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস কিনে নেয় আবু হায়দার রনিকে। নাজমুল হোসেন শান্তকে কেনে খুলনা টাইটান্স। এছাড়া শাহরিয়ার নাফীস রংপুর রাইডার্সে এবং সিলেট সিকাক্স কিনে নেয় আবুল হাসান রাজুকে।

এখন পর্যন্ত ড্রাফটে কে কোন দলে:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদী হাসান মিরাজ

চিটাগং ভাইকিংস: সানজামুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, আলাউদ্দিন বাবু, তানভির হায়দার

ঢাকা ডায়নামাইটস: আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব

খুলনা টাইটান্স: নাজমুল হোসেন শান্ত, আবু জাহিদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী

রংপুর রাইডার্স: শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ

রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদুজ্জামান, রনি তালুকদার

সিলেট সিক্সার্স: আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ