English Version
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:১৮

বিশ্রাম নেওয়ার মতো এত বড় খেলোয়ার এখনো হয় নি : মুশফিক

অনলাইন ডেস্ক
বিশ্রাম নেওয়ার মতো এত বড় খেলোয়ার এখনো হয় নি : মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহীম। শুধু তাই নয় তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানও। দীর্ঘ দিন এই তিন দায়িত্ব এক সঙ্গে সামলালেও এতটুকু ক্লান্তি অনুভব করেননি তিনি। 

সম্প্রতি টেস্ট থেকে সাময়িক বিশ্রাম নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিক এমন কিছু ভাবছেন কি না, প্রশ্ন করতেই বলে দিলেন, ‘এত বড় খেলোয়াড় আমি এখনো হতে পারিনি যে আমার বিশ্রাম লাগবে।’

মুশফিকের এই বক্তব্য প্রথম শোনায় মনে হতে পারে তিনি হয়তো সাকিবকে উদ্দেশ্যে করে এই কথা বলেছেন। ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। দশ এগারো বছর ধরে খেলে আসছেন। তারও বিশ্রাম লাগতে পারে। তিনি সেটা ভাবেন কি না এক সাংবাদিক এমন প্রশ্ন করলে মুশফিক হেসে ওই উত্তর দেন।

সাকিব না থাকায় বরং চিন্তায় অস্থির তিনি, ‘সাকিব না থাকলে তার জায়গায় দুইজনকে খেলাতে হয়। একজন ব্যাটসম্যান আরেকজন বোলার। তাকে মিস করবো। কিন্তু কিছু করার নেই। তাকে ছাড়া আমরা কেমন খেলি, সেটা দেখতে চাই। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ।’

প্রায় দেড় মাসের সফরে সাউথ আফ্রিকায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবেন মুশফিকরা। সাকিব টেস্ট না খেললেও ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলবেন।

মুশফিকের অধিনায়কত্ব নিয়ে মাঝে মাঝে নেতিবাচক কথা শোনা যায়। মুশফিকের কানেও সেসব কথা যায়। সাউথ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ দুপুরে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে এল সেই প্রসঙ্গও, ‘টেস্টে কত বড় বড় ম্যাচ জিতলাম। তারপরও যখন কথা ওঠে একটু খারাপ লাগে। কিন্তু এটা মেনে নিতে হবে। এটাই ক্রিকেটারদের জীবন।’