English Version
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৩২

শাহরুখের নাইটরাইডার্স নিয়ে ভুল মন্তব্য। প্রবল কটাক্ষ শুনতে হল প্রীতিকে

অনলাইন ডেস্ক
শাহরুখের নাইটরাইডার্স নিয়ে ভুল মন্তব্য। প্রবল কটাক্ষ শুনতে হল প্রীতিকে

শাহরুখ আর প্রীতির বন্ধুত্বের কথা সবাই জানেন। সেই প্রীতি জিন্টা কিং খানের দল নিয়ে এমন এক মন্তব্য করে বসলেন, যার জন্য প্রবল সমালোচিত হলেন।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হাসির খোরাক হলেন প্রীতি জিন্টা। শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইটরাইডার্স সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রীতি প্রবল সমালোচিত হলেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওয়সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় শাহরুখ খানের দল। কিং খানের দলের এই জয়জয়কারের পরে এক ভক্ত প্রীতিকে জিজ্ঞাসা করে বসেন, ত্রিনবাগো নাইট রাইডার্সের এই জয়কে আপনি কীভাবে দেখছেন? 

ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে ভুল করে বসেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রীতি লেখেন, ‘‘ত্রিনবাগো নাইট রাইডার্সের জন্য অনেক ভালবাসা। আজকের এই ম্যাচের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।’’  প্রীতির এই জবাবের পরে টুইটারে শুরু হয়ে যায় আলোড়ন। বিদ্রুপ করে কেউ লেখেন, ‘‘ম্যাচ তো শেষ হয়ে গিয়েছে। আর ওরা জিতেও গিয়েছে।’’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘‘ম্যাডাম, আপনি দেরি করে ফেলেছেন।’’ অন্য আরেক ভক্ত টুইট করেছেন, ‘‘জেগে উঠুন।’