English Version
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৫৬

বিপিএল : নজর এখন মোস্তাফিজের দিকে

অনলাইন ডেস্ক
বিপিএল : নজর এখন মোস্তাফিজের দিকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের মূল আকর্ষন এখন স্লোয়ার এন্ড কাটার মাষ্টার পেসার মোস্তাফিজুর রহমান। অর্থাৎ এবারের প্লেয়ার ড্রাফটের মাধ্যমে মোস্তাফিজের দল নির্ধারিত হবে। বিপিএলে এবারের আসরে এ প্লাস গ্রেডের খেলোয়াড় তিনি। তার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ডলার। টাকার হিসাবে যা প্রায় ৫০ লাখ। আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফট। এদিন প্রত্যেকটি দলেরই নজর থাকবে মোস্তাফিজুর রহমানের দিকে। ধারণা করা হচ্ছে, প্লেয়ার ড্রাফটের দিন সবার আগে মোস্তাফিজের দল নির্ধারিত হবে। তবে মোস্তাফিজের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, শুভাগত হোম, জহুরুল ইসলাম, হাসানুজ্জামান ও আবু হায়দার রনিদের দিকে। প্লেয়ার ড্রাফটের দিন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ৭জন করে দেশি খেলোয়াড় ও দুজন করে বিদেশি খেলোয়াড় কিনতে হবে। অবশ্য এবার তাকে নতুন আইকন করা হয়েছিল। তার খেলার কথা ছিল বরিশাল বুলসের হয়ে। কিন্তু বিপিএলের শর্ত লঙ্ঘন করায় এবারের আসর থেকে বাদ পড়েছে দলটি। দল বাদ পড়ায় তাই মোস্তাফিজেও আর আইকন নেই।