English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৩৩

মেহেদি হাসান মিরাজের চোট

অনলাইন ডেস্ক
মেহেদি হাসান মিরাজের চোট

 

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিং করেছে টাইগাররা। এর ফলে পিছিয়ে পড়েও সিরিজ ড্র করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অস্ট্রেলিয়া।

 

তবে বাংলাদেশিদের জন্য আশার বাণী ৮৬ রানের মতো স্বল্প রানের টার্গেট দিয়েও অজিদের ৩ উইকেট তুলে নিয়েছেন মুশফিক বাহিনী।

 

এটা এক দিক থেকে বাংলাদেশের জন্য স্বস্তি হলেও ভয় রয়েছে মেহেদি হাসান মিরাজের চোট নিয়ে।

 

ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বলে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছিলেন মিরাজ।

 

প্রথমে বিষয়টা গুরুতর কিছু মনে না হলেও পরে মাঠেই চিকিৎসকের শরণাপন্ন হন টাইগার এই অলরাউন্ডার। তবে দলের পরিস্থিতির কারণে ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন।

 

শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে ১৪ রানে অপরাজিত ছিলেন। তবে ফিল্ডিংয়ে আর নামানো হয়নি তাকে। তাঁর জায়গায় ফিল্ডিং করেন লিটন দাস।  

 

তবে চোটের আসল অবস্থা এখনো জানা যায়নি। বিসিবি সূত্র বলছে, পরীক্ষা-নিরীক্ষার পর মিরাজের চোটের অবস্থা সংবাদ মাধ্যমকে জানানো হবে।