English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২৬

জুনিয়র তামিমের সামনে ব্যাটসম্যান ‘বাবা’ তামিম! (ভিডিও)

অনলাইন ডেস্ক
জুনিয়র তামিমের সামনে ব্যাটসম্যান ‘বাবা’ তামিম! (ভিডিও)

ঈদের ছুটিতে বেশিরভাগ সময়ই ছেলে আরহামের আশেপাশে ছিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। রাজপুত্রকে নিয়ে খুনসুটি থেকে শুরু করে খেলেছেন ক্রিকেটও। আরহামের মা আয়েশা সিদ্দিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাবা-ছেলের ক্রিকেট খেলার সেই ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, আরহাম বোলিং করছে আর বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল ব্যাটিংয়ে। দর্শক সমাগমও ছিল চোখে পড়ার মতো। চারদিক থেকে করতালির মাধ্যমে জুনিয়র তামিমকে বাহবা জানাচ্ছেন দর্শকরা। ক্রিকেটের প্রতি তামিমের টানটা শুরু পারিবারিকভাবেই। যেকোনো উৎসব যেমন ঈদ বা কারও বিয়ে উপলক্ষে বাবা-চাচা, ভাই-বন্ধুরা দুই ভাগ হয়ে ক্রিকেট খেলতেন। সেই ম্যাচগুলোও হতো অনেক আয়োজন করে। এ ছাড়াও রয়েছে কাজি দেউড়িতে নিজেদের বাড়ির সামনের গলির ক্রিকেট। ছোটবেলায় সময় সুযোগ পেলেই এই গলিতে বন্ধু-বান্ধব বা ভাইদের নিয়ে ক্রিকেট খেলতে নেমে পড়তেন তিনি। ঈদের ছুটির পড়ন্ত বিকেলে দেশসেরা এই ওপেনার আবারও ক্রিকেট খেলতে নেমে পড়েন কাজি দেউড়ির সেই গলিতে। তবে এবার আর তার বন্ধু-বান্ধবদের সঙ্গে নয়। বরং নিজের ছেলের সঙ্গেই তামিম মেতে উঠলেন গলির ক্রিকেটে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল পুত্র আরহামের সঙ্গে তামিমের গলির ক্রিকেট খেলার এই ভিডিও। এর আগে অবশ্য কাজিন ও প্রতিবেশিদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই তামিম মেতে উঠেছিলেন গলির ক্রিকেটে। বাচ্চারাও দেশসেরা এই ওপেনারকে সামনে পেয়ে নিজেদের বোলিং কারিশমা দেখায়। নিজেদের শক্তির সবটুকু দিয়ে পেস বল করে। বাচ্চাদের বল দু'একটা ডিফেন্স করলেও বেশির ভাগই উড়িয়ে মেরেছেন বাঁ-হাতি এই ওপেনার।