English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:১০

সাকিব ফেরালেন হ্যান্ডসকম্বকে

অনলাইন ডেস্ক
সাকিব ফেরালেন হ্যান্ডসকম্বকে

বিশ্বসেরা অল-রাউন্ডারের উইকেটের তালিকায় হ্যান্ডসকম্বের উইকেটটি যুক্ত হবে না; কারণ সেটি ছিল রান আউট। তবে, এই আউটে যে বুদ্ধিমত্তার পরিচয় দিলেন সাকিব, সেটা দেখার মতো। হ্যান্ডসকম্বের (৮২) বিদায়ে ভাঙল ডেভিড ওয়ার্নারের সঙ্গে তার ১৫২ রানের জুটি। ৯৯ রানে ব্যাট করছেন ওয়ার্নার। অজিদের সংগ্রহ ৩ উইকেটে ২৫০।

আজ বুধবার তৃতীয় দিনের প্রথম সেশন ভেসে যায় বৃষ্টিতে। টানা দেড় ঘণ্টার প্রবল বৃষ্টির পর মাঠ খেলার উপযোগী করা হয়। জহুর আহমেদ স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা দেশের সবগুলো স্টেডিয়ামের মধ্যে সেরা। তাই বৃষ্টি থামার আধাঘণ্টার কিছু বেশি সময় পরই মাঠ খেলার উপযোগী হয়। বেলা সোয়া ১টায় তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায়।  

প্রথম ইনিংসে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া।

ম্যাট রেনশ এবং স্টিভেন স্মিথের উইকেট দুটি নিয়েছিলেন যথাক্রমে মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম। এর আগে ৩০৫ রানে প্রথম ইনিংস শেষ হয়েছিল বাংলাদেশের। সাব্বিরের সর্বোচ্চ ৬৮, মুশফিক ৬৬ এবং নাসির ৪৫ রানের ইনিংস খেলেন।