English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৭ ১১:১১

তৃতীয় দিনের খেলায় হানা দিল বৃষ্টি

অনলাইন ডেস্ক
তৃতীয় দিনের খেলায় হানা দিল বৃষ্টি

সুন্দর রৌদ্রজ্জ্বল আবহাওয়ার দুই দিন কাটানোর পর হুট করেই বদলে গেল চট্টগ্রামের আবহাওয়া। আজ বুধবার ভোর থেকে আকাশ পরিষ্কার থাকলেও সকাল সাড়ে ৮টার পর কালো মেঘে ঢেকে যায়। সাড়ে ৯টার দিকে শুরু হয় অঝোর বৃষ্টি। এই রিপোর্ট লেখা পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়াতে দেরি হচ্ছে।

বৃষ্টির আগে সকাল পৌনে ৯টা মাঠে আসে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বৃষ্টি শুরুর আগ মুহূর্তে দুই দল কিছু সময়ের জন্য অনুশীলন করে। তবে সবকিছু বিগড়ে দেয় বৃষ্টি। বৃষ্টি থামার পর কাভার সরিয়ে মাঠ প্রস্তুত করা হবে। এরপর শুরু হবে খেলা। তবে সবকিছুই নির্ভর করছে বৃষ্টি কতক্ষণ চলবে তার ওপর।

প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ২২৫ রান। অপরাজিত দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (৮৮*) এবং পিটার হ্যান্ডসকম্ব (৬৯*) ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। এর আগে প্রথম ইনিংসে ৩০৫ রানে অল-আউট হয় বাংলাদেশ।