English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৭ ১২:০০

শেষ হলো টাইগারদের প্রথম ইনিংস

অনলাইন ডেস্ক
শেষ হলো টাইগারদের প্রথম ইনিংস

দলের বিপর্যয়ে বরাবরই হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার সাথে ছিল অনেক দিন পর দলে ফেরা নাসির হোসেন। কিন্তু ৪৫ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন নাসির। এর পর ১১ রান করে রান আউটের শিকার হন মেহেদী হাসান মিরাজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সব উইকেট হারিয়ে ৩০৫ রান।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাথান লায়নের স্পিনে ৮৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ক্যারিয়ার সেরা ব্যাটিং করা সাব্বির রহমানের সঙ্গে শতরানের জুটিতে দলকে মুশফিকুর রহিম নিয়ে গেছেন ভালো অবস্থানে।