English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৭ ১১:২৩

অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর নিক্ষেপ!

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর নিক্ষেপ!

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের খেলা শেষে স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফেরার পথে ‘ছোট একটি পাথরখণ্ডের’ ঢিল এসে লাগে সফরকারী অস্ট্রেলিয়ার টিম বাসে। এতে ভেঙ্গে যায় সফরকারীদের বহনকারী বাসের জানালার একটি গ্লাস।

তবে এতে কোনো খেলোয়াড় আহত হয়নি বলে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সেইসাথে চট্টগ্রাম স্টেডিয়াম এবং আশপাশের এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ম্যানেজার সিন ক্যারল বলেছেন, 'গত রাতে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ান টিম বাসের জানালা ভেঙ্গে যায়। কেউ এতে আহত হয়নি।'

তিনি বলেন, টিম নিরাপত্তা সদস্য বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছেন। ধারণা করা হচ্ছে ছোট পাথর বা ঢিল থেকে এই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বসহকারে নিয়েছে। দলের যাতায়াতপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত যত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাতে আমরা খুশি। বাংলাদেশ কর্তৃপক্ষের নেয়া ব্যবস্থায় আমরা স্বস্তিতে রয়েছি।