English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:২৮

নিজেদের প্রমাণ করেই সিরিজ জয় চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
নিজেদের প্রমাণ করেই সিরিজ জয় চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্ট ২০ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তার ভাষ্য, সিরিজে ১-০ ব্যবধানে আমরা এগিয়ে আছি। এটি আমাদের জন্য বাড়তি সুবিধা। এবার আমাদের মনোযোগ ২-০ ফল করা। তাই বাংলাদেশের ভাবনা জুড়ে কেবল ২-০ ব্যবধানে জয়। মিরপুরের মতো উইকেট পেলে তা না হওয়ার কোনো কারণ দেখেন না মুশফিক।

আজ রবিবার বিকেলে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’র কনফারেন্স রুমে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

এ সময় তিনি আরও বলেন, আমরা তো ইংল্যান্ডের বিপক্ষেও ফ্ল্যাট উইকেট বানিয়ে সিরিজ ড্রয়ের জন্য খেলতে পারতাম। আমরা কিন্তু সেটা করিনি। আমরা চেষ্টা করেছি আমাদের স্ট্রেংথ অনুযায়ী সেই অ্যাডভান্টেজ নিয়ে খেলার। চেষ্টা করে দেখেছি ফল আসে কি না। সেটা এসেছে। যদিও কাজটা খুব কঠিন ছিল।

প্রথম টেস্টের আগেও আমি বলেছি, আমাদের চেষ্টা থাকবে প্রতিটা ম্যাচ জয়ের। অবশ্যই ২-০ করার জন্য যা যা করা দরকার আমরা করবো। ওরা যতই আগ্রাসী ক্রিকেট খেলুক আমরা তার চেয়ে ভালো ও আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করব। পাল্টা-আক্রমণ করে খেলার চেষ্টা করব।

চট্টগ্রাম টেস্ট বৃষ্টির কবলে পড়ার শঙ্কা রয়েছে। অধিনায়ক জানান, বৃষ্টির সহায়তা নিয়ে সিরিজ জিততে চান না। মাঠে নিজেদের প্রমাণ করেই সিরিজ জয়ের আনন্দে ভাসতে চান।