English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:১২

কথা রাখলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
কথা রাখলেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে নিজের অভিষিক্ত ম্যাচে বল হাতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে  দুই টেস্টে ১৯ উইকেট তুলে নেন তিনি।  তার এমন অসাধারণ কৃতিত্বের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি বাড়ি তৈরি করে দিতে খুলনা জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন।

অবশেষে মেহেদী হাসান মিরাজ বাড়ি নির্মাণের জন্য প্রধামন্ত্রী প্রতিশ্রুত জমি বুঝে পেয়েছেন। ২৪ আগস্ট মিরাজের হয়ে তার বাবা মো. জালাল হোসেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে জমির কাগজপত্র বুঝে নেন।  বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজে ব্যস্ত সময় কাটানোর কারণে জমির দলিল রেজিস্ট্রি করতে পারছেন না মিরাজ। তবে সিরিজ শেষে জমি বুঝে নেবেন তা। 

কেডিএ সূত্রে জানা যায়, নগরীর মুজগুন্নি প্রধান সড়কে কেডিএ’র বাণিজ্যিক-কাম আবাসিক এলাকায় মোট ৩.০৭ কাঠা জমি প্রদান করা হয়েছে। এক চিঠিতে কেডিএ উল্লেখ করে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে প্রতীকী মূল্যে প্রধানমন্ত্রী এই জমি অনুমোদন করেছেন।

সরকারের কাছ থেকে জমি উপহার পাওয়ার পর মিরাজের পিতা মো. জালাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।